The Q

প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
Home » Uncategorized  »  প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?

৪ সেপ্টেম্বর ২০২৫

ছবি: কিউ

এক বিশালাকার সামরিক প্যারেডে বুধবার চীন তার নতুন ধরনের অস্ত্র ও ড্রোন সহ সামরিক সরঞ্জাম বিশ্বের সামনে তুলে ধরেছে। অস্ত্র-সম্ভারের ওই প্রদর্শনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি একটা স্পষ্ট বার্তা দেওয়া হলো বলেই অনেকে মনে করছেন।


ওই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অতিথি হয়ে হাজির ছিলেন ২০ জনেরও বেশি বিদেশি রাষ্ট্রপ্রধান। এই অতিথিদের মধ্যে যেমন ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তেমনই ছিলেন উত্তর কোরিয়ার কিম জং আন।
এই দুটি দেশই চীনের ওপরে অর্থনৈতিক সহায়তাসহ নানা কারণেই নির্ভর করে থাকে।

ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম দেখানো।

'গুয়াম কিলার' মিসাইল, 'লং উইংম্যান' ড্রোন, আর 'রোবট উলভস' বা নেকড়ের মতো দেখতে রোবট-ও দেখানো হয়েছে সমরসজ্জার ওই প্রদর্শনীতে।

একদিকে প্রচারের আতিশয্য আর ঝকঝকে নতুন সমরাস্ত্রের প্রদর্শনী থেকে আসলে কী পাওয়া গেল?

আরও পড়তে পারেন

সীমান্তে ভারত-চীন গোলাগুলি না হবার রহস্য - BBC News বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *